জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) কর্তৃক গৃহীত ‘শ্রীকাইল গ্যাসক্ষেত্রের জন্য ওয়েলহেড কম্প্রেসর সংগ্রহ ও স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৩টি ওয়েলহেড কম্প্রেসর ও আনুষঙ্গিক ফ্যাসিলিটিজ সংগ্রহ ও স্থাপন এর নিমিত্ত গত ২৩ এপ্রিল ২০২৪ তারিখে স্থানীয় হোটেলে বাপেক্স ও S.C. Euro Gas Systems S.R.L, Romania এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লিখিত ০৩ টি ওয়েলহেড কম্প্রেসর ও আনুষঙ্গিক ফ্যাসিলিটিজ সংগ্রহ ও স্থাপন কাজ সম্পন্ন এর ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের গ্যাস কূপসমূহ হতে দৈনিক সর্বাধিক পরিমানে গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।