Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০২৫

কমিটি গঠন/মেয়াদ বর্ধিতকরণ (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪)

তারিখ বিবরণ
৩০/১২/২৪ বাপেক্সের ভবিষ্যৎ কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে রিগ শিডিউল প্রণয়ন ও নিয়মিতভাবে হালনাগাদকরণের লক্ষ্যে প্ল্যানিং এন্ড আইসিটি বিভাগের চাহিদার প্রেক্ষিতে স্থায়ী রিগ শিডিউল কমিটি
২৫/১২/২৪ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের জন্য "২০২৫-২০২৮ সালের মধ্যে ১০০ টি কূপ খনন-ওয়ার্কওভার" পরিকল্পনার আওতায় গৃহীতব্য প্রকল্প সমূহের জন্য ভূমি হুকুমদখল কাজ ত্বরান্বিতকরণ
২০/১২/২৪ বাপেক্স কর্তৃক বিজিএফসিএল-এর আওতাধীন ০৩টি কূপ (বাখরাবাদ-৬ ও ৭ এবং মেঘনা-১) ওয়ার্কওভার সম্পন্নকরণের লক্ষ্যে Scope of Work বিবেচনায় বিজিএফসিএল-এর ভাণ্ডারে ওয়ার্কওভার সংশ্লিষ্ট মালামাল ও কেমিক্যালস মজুদ ও তৃতীয় পক্ষীয় সেবা পর্যালোচনাপূর্বক রিগ নির্ধারণসহ আনুষঙ্গিক পূর্ত-নির্মাণ কার্যক্রম নির্ধারণ করার লক্ষ্যে খনন বিভাগের চাহিদার প্রেক্ষিতে কমিটি গঠন
০৯/১২/২৪ আইপিএস কার্ডওয়েল রিগ মাস্ট আপ কার্যক্রম এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়াবলী সরেজমিনে তদারকি
২৮/১১/২৪ বাপেক্স ভবনের নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে নিরাপত্তা বেষ্টনী (দেয়াল) আরো মজবুতকরণ কাজের বিষয়টি পর্যালোচনা ও নকশা প্রণয়ন
০৬/১১/২৪ বাপেক্সের চলমান ও ভবিষ্যৎ কূপ খনন ও ওয়ার্কওভার পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে বিভিন্ন খনন প্রকল্প ও স্থাপনায় ব্যবহৃত ভারি যানবাহনগুলির বাস্তব অবস্থা বিবেচনায় উক্ত যানবাহনসমূহের ব্যবহার যোগ্যতা ও ভবিষ্যতে নতুন যানবাহন ক্রয়/ মেজর মেরামত করা প্রয়োজন আছে কিনা তা নিরূপন এবং ওয়ার্কশপের কার্যক্রম আরোও গতিশীল ও আধুনিক করার নিমিত্ত কমিটি গঠন
২২/১০/২৪ বিজিএফসিএল কর্তৃক প্রস্তাবিত "তিতাস, হবিগঞ্জ ও নরসিংদী গ্যাস ফিল্ড সংলগ্ন অবমুক্ত এলাকায় ২-ডি ও ৩-ডি সাইসমিক জরিপ' শীর্ষক প্রকল্পের আওতায় ৬৩২ বর্গ কি. মি. ৩-ডি এবং ২৫৫ লাইন কি. মি. ২-ডি জরিপ পরিচালনার লক্ষ্যে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ সংক্রান্ত ব্যয় প্রাক্কলন
২১/১০/২৪ কোম্পানির ভূপদার্থিক ও ওয়েল সার্ভিসেস বিভাগে কর্মরত ০২ (দুই) জন কর্মকর্তা যথাক্রমে বেগম নূর-এ-সোনিয়া (পরিচিতি নং-০৮০৩), উপব্যবস্থাপক (ভূপদার্থ) এবং জনাব মোঃ হামিদুজ্জামান (পরিচিতি নং-০৮০৪), উপব্যবস্থাপক (ভূতত্ত্ব) এর মুক্তিযোদ্ধা সনদ ভেরিফিকেশনপূর্বক নিয়োগপত্র প্রেরণের ফলে সমন্বিত জ্যেষ্ঠতা ক্ষুণ্ণ হয়েছে মর্মে কর্মকর্তাদ্বয়ের উত্থাপিত দাবি পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য কমিটি গঠন
০৬/১০/২৪ বাপেক্স পরিচালনা পর্ষদের ৪৮৭ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী খনন বিভাগের জন্য দুইটি কূপ খননের প্রয়োজনীয় মালামাল ক্রয়ের নিমিত্ত প্রস্তুতকৃত প্রাক্কলনটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন
জুলাই-সেপ্টেম্বর, ২০২৪